রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ বেশ জমে উঠেছে। শনিবার দ্বিতীয় দিনের নানা পর্ব উপভোগ করতে নানা বয়সী দর্শনার্থী ভিড় করেন।
এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে চার দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার সকাল ১১ টায় ফেস্টের ১ম অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও আবৃত্তি করেন শিশু শিল্পীরা।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই নিয়ে নির্মিত আজিজ হাকিমের ফিল্ম “থ্রি নট থ্রি”, বাংলাদেশ সরকারের নির্মিত আবরার ফাহাদকে নিয়ে ডকুমেন্টারি “অনির্বাণ”। এছাড়াও সংগীত পরিবেশন করেন সওগাত সাংস্কৃতিক সংসদ।
দ্বিতীয় অধিবেশনে সংগীত পরিবেশন করেন সাইমুম ও সন্দীপন শিল্পীগোষ্ঠী ও অন্যান্যরা। ফিল্ম প্রিমিয়ার শো হয় এইচ আল হাদী নির্মিত “সেই একই বিকেল”। প্রবন্ধ পাঠ করেন আর যে টুটূল এবং মঞ্চ নাটক পরিবেশন করেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক জোট এবং অন্যান্য পরিবেশনা করেন দেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতারা। বিভিন্ন স্টলে জুলাই বিপ্লবের নানা ইতিহাস-ঐতিহ্য প্রদর্শন করা হচ্ছে।
এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন সাইমুমের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ। তারা উভয়ে তাদের বক্তব্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের জোর দেন এবং জুলাই ঘোষনাপত্রে জাতীয় আকাঙ্ক্ষা প্রকাশ পাবে বলে আশা করেন।
আগামী ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই ফেস্ট চলবে। এতে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।