সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর ২০২৬ সালের প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উস্তাদ তাফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ, কবি ও গবেষক জাকির আবু জাফর, লেখক সাইফুল আরেফিন লেলিন, সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও আব্দুস সালাম, সাবেক সহকারী নির্বাহী পরিচালক আতিক তাশরিফ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসেন শান্ত ও জাকির হোসাইন। প্রকাশনা সম্পাদক মিনার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও সসাস টিমের সহযোগিতায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।