হোম > রাজধানী

ক্ষমতা ভোগ নয়, দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে

সম্মিলিত নারী প্রয়াসের গোলটেবিল আলোচনায় বক্তারা

স্টাফ রিপোর্টার

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা তাসনিম বলেন, যোগ্য নেতৃত্ব বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি সৎ, দুর্নীতিমুক্ত, শপথ রক্ষাকারী, জনগণের কাছে জবাবদিহিমূলক, দেশপ্রেমিক, আধিপত্যবিরোধী এবং রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন না। যিনি ক্ষমতা ভোগ নয়, দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন।

স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক নির্বাচনব্যবস্থা ছাড়া দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু। তাছাড়া একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। দেশের সর্বস্তরের মানুষকে খেয়াল রাখতে হবে, যাতে দেশের ক্ষমতা দুর্নীতিমুক্ত, দেশপ্রেমী ও আধিপত্যবাদ বিরোধীদের হাতে যায়।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশে চাই সুষ্ঠু নির্বাচন, চাই যোগ্য নেতৃত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে ‘সম্মিলিত নারী প্রয়াস’ নামের একটি প্ল্যাটফর্ম এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এই গোলটেবিল আলোচনায় সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা তাসনিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. ফেরদৌস আরা খানম, সহকারী সম্পাদক শিক্ষিকা মাহসিনা মমতাজ মারিয়া, বাংলাদেশ ইসলামী ইউনির্ভাসিটির প্রভাষক ড. জেবুন্নেসা, জুলাই যোদ্ধা জান্নাতুন নাইম প্রমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ড. মেহের আফরোজ লুৎফা, অনলাইন অ্যাকটিভিস্ট জান্নাতুন নাইম প্রমুখ। গোলটেবিল আলোচনার সঞ্চালনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সহকারী সাধারণ সম্পাদক নিয়ামা ইসলাম।

বক্তব্যে শামীমা তাসনিম বলেন, যুগের পর যুগ দলীয় প্রভাবাধীন নির্বাচন কমিশন, মনোনয়ন বাণিজ্য, প্রশাসনের দলীয় নিয়ন্ত্রণ ও সহিংস রাজনীতির কারণে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত হয়নি। ফলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়ছে।

ফেরদৌস আরা খানম, বর্তমানে দেশে রাজনৈতিক দুষ্টচক্র চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও সেই দুষ্টচক্রের মধ্যে পড়েছে। এখন মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের, যারা অনেক টাকা দিতে পারবেন। শামীমা তাসনিম মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

আগামী নির্বাচনে যাতে কোনো স্বৈরাচার পুনর্বাসিত হতে না পারে, মানুষের প্রতি সেই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আমরা ভারত পস্থী কিংবা পাকিস্তান পন্থী, কোনো পস্থীই হতে চাই না, আমরা বাংলাদেশ পস্থী হতে চাই।

ড. মেহের আফরোজ লুৎফা আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি তোলেন।

বর্তমানে দেশ থেকে মেধা পাচারের হার অনেক বেশি বলে উল্লেখ করেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির প্রভাষক ড.জেবুন্নেসা। তিনি বলেন, তরুণদের উৎসাহিত করতে হলে, তাদের দেশে রাখতে হলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া জরুরি। যদি সুষ্ঠু ভোট না হয়, তাহলে দেশের মেধাবী তরুণেরা দেশে থাকতে চাইবেন না।

আলোচনার শেষে সম্মিলিত নারী প্রয়াসের কর্মীরা ‘উই আর হাদি’, ‘জাস্টিস ফর হাদি’-দুটি স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শরিফ ওসমান হাদির কথা উল্লেখ করে বক্তারা বলেন, হাদি কারো একক নয়, হাদি সবার। কিন্তু, এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।

গোলটেবিল বৈঠক থেকে সম্মিলিত নারী প্রয়াস স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ ৮ দফা দাবি জানান, সেগুলো হলো-স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। যেখানে কমিশনের সদস্যরা সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

যাতে সব রাজনৈতিক দল সমানভাবে প্রচারণার সুযোগ পায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

যাতে ভয়ভীতি ছাড়া ভোটাররা ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন সহিংসতামুক্ত নির্বাচন পরিবেশ করতে হবে, ভোট গণনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ফলাফল ঘোষণায় কোনো কারচুপি করা যাবে না, আইনের শাসন ও দ্রুত শাস্তি নিশ্চিত করে নির্বাচনী অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, গণমাধ্যম স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যাতে সত্য তুলে ধরায় কোনো রকমের কোন বাধা না থাকে।

হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার উদযাপন করলো ডিএনসিসি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সাইনবোর্ড ব্লকেড

দেশে চলমান বহুমুখী সংকট নিরসনে ৭ প্রস্তাব তরুণ কলাম লেখক ফোরামের

গণমাধ্যমে হামলা ও সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে বিপিজেএর মানববন্ধন

শাহবাগে অবরোধ অব্যাহত, আছে নারী-শিশু ও বৃদ্ধরা

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

গুলিস্তানে খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমন