হোম > রাজধানী

উত্তরায় আগুনে নিহতদের পরিবারের প্রতি জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দুই পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে এসে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডা. শফিকুর রহমান দুই পরিবারের নিহত ছয়জনের স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। আর ১৩ জন যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, আল্লাহর দরবারে আমাদের মিনতি আল্লাহ তায়ালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন।

তিনি আরো বলেন, বিপদ কার ওপরে কখন আসে, এটা বলা কঠিন। কিন্তু বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। অনেকের হয়তো আর্থিক সাপোর্ট লাগতেও পারে, না-ও লাগতে পারে। কিন্তু ওই সময়ের দোয়া, সান্ত্বনা এবং পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস জোগানো এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এখানে আপনারা যারা আছেন আশপাশে তাদের প্রতিবেশী, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে—এই পরিবারগুলোকে আপনারা এই কয়টা দিন মানসিক সান্ত্বনা জোগাবেন, পাশে থাকবেন এবং সাহস জোগাবেন। আমরা দোয়া করি। আল্লাহ তায়ালা তাদের সবরের নিয়ামতের ওপর থাকার তৌফিক দান করুন।

এসময় আহতদের সুস্থতা কামনা করে তিনি বলেন, ক্ষতি যেটা হয়েছে আল্লাহ ছাড়া কেউ পুসিয়ে দিতে পারবে না। জীবন আর ফিরে আসবে না। যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ তায়ালা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ হালতে ফিরায়ে দেন, সেটাই আমরা দোয়া করব। তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাদেরকে এই দেশ জাতির খেদমত করার সুযোগ যদি এনে দেন, তাহলে আমরা জরুরি নিরাপত্তার বিষয়গুলো শিক্ষার সিলেবাসে ঢুকাব, ইনশাল্লাহ। জরুরি নিরাপত্তার বিষয়গুলো যেন আমাদের শিক্ষার অংশ হয়। কারণ মানুষের জীবনের সেফটিটা আমাদের কাছে সবার উপরে। মানুষের নিরাপত্তাই যদি না থাকে, তো জৌলশ থেকে কী হবে?

তাই মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন, এনজিও, মসজিদ, বিভিন্ন উপাসনালয় ও সামাজিক ক্লাবের মাধ্যমে আমরা সব জায়গায় নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সচেতন করে তোলা চেষ্টা করব।

উল্লেখ্য, উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৩ জন।

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬

হিট অফিসার বুশরাকে ডেকে যা জিজ্ঞাসা করল দুদক

অ্যাপের মাধ্যমে পরিচয়, পরে টাকার লোভে খুন: গ্রেপ্তার ৪

এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

সাত কলেজের আন্দোলনে নগরজুড়ে ভোগান্তি

ঢাকা মৈত্রীর উদ্যোগে পুরাণ ঢাকায় সাকরাইনের উৎসব অনুষ্ঠিত

নির্বাচন উপলক্ষে ফ্যাক্টচেক বিষয়ক কর্মশালার আয়োজন পিআইবির

দল মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক