হোম > রাজধানী > অপরাধ

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই অভিযানে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. চাঁন মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

শিশু অপহরণের ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি দুপুরে। চিকিৎসাসেবা নিতে পরিবারসহ মুগদা হাসপাতালে অবস্থান করছিল শিশুটি। একপর্যায়ে অল্প সময়ের জন্য পরিবারের দৃষ্টির বাইরে চলে গেলে সুযোগ নেয় অপহরণকারী। কৌশলে শিশুটিকে কোলে তুলে নিয়ে দ্রুত হাসপাতাল এলাকা ত্যাগ করে সে। মুহূর্তের মধ্যে শিশুটি নিখোঁজ হয়ে গেলে পরিবারে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুগদা থানার পুলিশ ও র‌্যাব যৌথভাবে অনুসন্ধান শুরু করে। হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীর গতিবিধি শনাক্ত করা হয়। এসব তথ্যের ভিত্তিতে রাজধানীর বাইরে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়।

পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে ২৯ জানুয়ারি রাতে গাইবান্ধা জেলার একটি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময়ে সেখান থেকেই মূল অভিযুক্ত মো. চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়; এর পেছনে আরও ব্যক্তি বা একটি চক্র জড়িত থাকার আশঙ্কা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করা হচ্ছে।

শিশুটি উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও স্বজনেরা। তারা দ্রুত ও কার্যকর অভিযানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে— হাসপাতাল, বাস টার্মিনাল, বাজারসহ ভিড়পূর্ণ এলাকায় শিশুদের এক মুহূর্তের জন্যও একা না রাখতে। সন্দেহজনক কোনো পরিস্থিতি নজরে এলে দেরি না করে নিকটস্থ থানায় জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার

আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি প্রধান

স্কুলের অফিসকক্ষে শিশু নির্যাতন : ভিডিও ভাইরাল, থানায় মামলা

এক বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

গুলিস্তানে দুই বাসের চাপায় একজনের মৃত্যু

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত