হোম > কর্পোরেট

যাত্রা শুরু করলো সালেহা আহমেদ লেবার স্যুট

আমার দেশ অনলাইন

স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানের সুবিধাসম্পন্ন ৬টি বিশেষায়িত শয্যা নিয়ে যাত্রা শুরু করলো ‘সালেহা আহমেদ লেবার স্যুট’। এটি ল্যাবএইড হাসপাতালের গাইনি বিভাগের একটি অত্যাধুনিক প্রয়াস।

সেন্টারটির নামকরণ করা হয়েছে ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমেদের নামে। প্রথিতযশা গাইনি চিকিৎসক মেজর (অবঃ) অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানুর তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সেন্টারটি গঠিত হয়েছে। এখানে একজন নারী গর্ভধারণের শুরু থেকে গর্ভকালীন যাত্রা এবং সন্তান জন্মদান পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদান করাই এই সেন্টারের মূল লক্ষ্য।

“সালেহা আহমেদ লেবার স‍্যুট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমেদ কেক ও ফিতা কেটে কার্যক্রম চালু করেন।

এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ডা. সুচরিতা আহমেদ। আরো উপস্থিত ছিলেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ, ল্যাবএইড হাসপাতালের হেড অভ অপারেশন ইফতেখার আহমেদ, মেডিকেল ডিরেক্টরগণ, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে ‘সালেহা আহমেদ লেবার স্যুট’ এর তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু সেন্টারের উদ্দেশ্য এবং কার্যক্রম কেমন হবে তা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দেশে স্বাভাবিক জন্মদানে নারীদের মধ্যে ভীতি রয়েছে। যার ফলে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্মদানে তারা অধিক আগ্রহী হয়ে পড়েছেন। আমাদের উদ্দেশ্যে গর্ভবতী নারীদের মধ্যে এমন ভীতি কমিয়ে আনা এবং স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে তাদেরকে উদ্বুদ্ধ করা। কারণ আবশ্যকীয় না হলেও, অপ্রয়োজনে সিজারিয়ান পদ্ধতি গ্রহণে মা এবং শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে।

স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকালে মায়ের ব্যথার ভীতি কমিয়ে আনতে আমরা তাদেরকে আগে থেকে প্রস্তুত করে তুলবো। আমাদের সেন্টারে তাদের জন্য প্রশিক্ষণশালার ব্যবস্থাও রাখা হবে। যেন গর্ভধারণের শুরু হতে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদান—এই পুরো সময়টাতেই একজন গর্ভবতী নারীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা যায়। যেকোনো সফল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি সেবাপ্রত্যাশীরও কিছু করণীয় রয়েছে। গর্ভবতী মায়েদের করণীয়, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে ব্যথা সইবার মনোবল বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে “সালেহা আহমেদ লেবার স্যুট”।

ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লারের গোশত উৎপাদনে কর্মশালা

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ইউসিবির আমানতে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন ওবায়দুর রহমান

বিপিপিএ মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন পরিকল্পনা উপদেষ্টা

বিইউএফটিতে হলো টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট

পদ্মা অয়েল পিএলসি. এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা