হোম > কর্পোরেট

টেকসই উদ্ভাবনে জাবের অ্যান্ড জুবায়েরের ১৭তম ফ্যাব্রিক উইক

স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের আনুষ্ঠানিক উন্মোচন

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

টেকসই উদ্ভাবন ও আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের আয়োজনে ‘ফ্যাব্রিক উইক’-এর ১৭তম সংস্করণ, যেখানে উন্মোচিত হবে স্প্রিং/সামার ২০২৭ কালেকশন।

এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন স্টুডিও, ১১০ গুলশান অ্যাভিনিউ, ঢাকা-তে। এবারের ফ্যাব্রিক উইকে উপস্থাপিত হবে মোট ২৮০টি ফ্যাব্রিক কোয়ালিটি, যার মধ্যে রয়েছে—

  • ২২০টি সম্পূর্ণ নতুন ডেভেলপমেন্ট, এবং
  • ৬০টি অগ্রগামী টেক্সটাইল ইনোভেশন

এই সংগ্রহ জাবের অ্যান্ড জুবায়ের-এর টেকসই দর্শন, সৃজনশীল উৎকর্ষ ও আধুনিক ডিজাইনের প্রতিশ্রুতিকে আরও সুসংহত করে। এই মৌসুমের কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নোক্ত টেকসই ও উদ্ভাবনী উপকরণ ও প্রযুক্তিতে—

  • ১০০% রিসাইকেলড টেক্সটাইল
  • পাট ও আনারস ফাইবার
  • রিসাইকেলড পলিয়েস্টার
  • লিনেন ও কলা ফাইবার
  • টেনসেল™, ভিসকোস™, ইকোভেরো™, সার্কুলোস™ ও ফিলাজেন ফাইবার
  • CiCLO™, রিসাইকেলড ইলাস্টেন, Cyclo™ ও Reco Vertex™
  • উন্নত ফাংশনাল ও পারফরম্যান্স ফিনিশ

প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল ও সার্কুলার উপাদানের সমন্বয়ে গঠিত এই কালেকশন আধুনিক নান্দনিকতা ও প্রিমিয়াম কর্মদক্ষতার এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে।

উল্লেখ্য, অটাম/উইন্টার ২০২৫ ফ্যাব্রিক উইক-এ ৫০০-এরও বেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল অংশগ্রহণ করেছিলেন। এবছর সেই সংখ্যা ৭৫০-এর অধিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, ডিজাইনার এবং টেকসই বিশেষজ্ঞগণ।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড-এর এক মুখপাত্র বলেন:

“আমাদের ১৭তম ফ্যাব্রিক উইক আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্ল্যাটফর্মে উদ্ভাবন ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটেছে। চলতি মৌসুমে ২২০টি নতুন ডেভেলপমেন্ট ও ৬০টি ইনোভেশনের মাধ্যমে আমরা কেবল ফ্যাব্রিক নয়—বরং ভবিষ্যৎমুখী ও অর্থবহ ফ্যাশনের দিশা তুলে ধরছি।”

ফ্যাব্রিক উইক স্প্রিং/সামার ২০২৭-এ টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের সকল অংশীজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে—যাতে তারা জাবের অ্যান্ড জুবায়ের-এর সর্বশেষ কালেকশন প্রত্যক্ষ করার পাশাপাশি টেকসই পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারেন।

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

উত্তরা ব্যাংকের ‘বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স এ্যান্ড ফিউচার প্ল্যানিং’ অনুষ্ঠিত

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

সানবিটের ডিসওয়াশ বিজ্ঞাপনে পরিমণি

ইউসিএসআই ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে বাণিজ্য মেলায় ‘রাইডো’

শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন