স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের আনুষ্ঠানিক উন্মোচন
টেকসই উদ্ভাবন ও আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের আয়োজনে ‘ফ্যাব্রিক উইক’-এর ১৭তম সংস্করণ, যেখানে উন্মোচিত হবে স্প্রিং/সামার ২০২৭ কালেকশন।
এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন স্টুডিও, ১১০ গুলশান অ্যাভিনিউ, ঢাকা-তে। এবারের ফ্যাব্রিক উইকে উপস্থাপিত হবে মোট ২৮০টি ফ্যাব্রিক কোয়ালিটি, যার মধ্যে রয়েছে—
এই সংগ্রহ জাবের অ্যান্ড জুবায়ের-এর টেকসই দর্শন, সৃজনশীল উৎকর্ষ ও আধুনিক ডিজাইনের প্রতিশ্রুতিকে আরও সুসংহত করে। এই মৌসুমের কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নোক্ত টেকসই ও উদ্ভাবনী উপকরণ ও প্রযুক্তিতে—
প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল ও সার্কুলার উপাদানের সমন্বয়ে গঠিত এই কালেকশন আধুনিক নান্দনিকতা ও প্রিমিয়াম কর্মদক্ষতার এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে।
উল্লেখ্য, অটাম/উইন্টার ২০২৫ ফ্যাব্রিক উইক-এ ৫০০-এরও বেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল অংশগ্রহণ করেছিলেন। এবছর সেই সংখ্যা ৭৫০-এর অধিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, ডিজাইনার এবং টেকসই বিশেষজ্ঞগণ।
জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড-এর এক মুখপাত্র বলেন:
“আমাদের ১৭তম ফ্যাব্রিক উইক আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্ল্যাটফর্মে উদ্ভাবন ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটেছে। চলতি মৌসুমে ২২০টি নতুন ডেভেলপমেন্ট ও ৬০টি ইনোভেশনের মাধ্যমে আমরা কেবল ফ্যাব্রিক নয়—বরং ভবিষ্যৎমুখী ও অর্থবহ ফ্যাশনের দিশা তুলে ধরছি।”
ফ্যাব্রিক উইক স্প্রিং/সামার ২০২৭-এ টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের সকল অংশীজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে—যাতে তারা জাবের অ্যান্ড জুবায়ের-এর সর্বশেষ কালেকশন প্রত্যক্ষ করার পাশাপাশি টেকসই পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারেন।