হোম > কর্পোরেট

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

মানি লন্ডারিং প্রতিরোধ ( এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) কার্যক্রম আরো জোরদার করতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে দিনব্যাপী (ব্যামেলকো) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার (এলটিডিসি)-এ এই সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ডাঃ আরিফুর রহমান, চেয়ারম্যান, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান খান চৌধুরী, নির্বাহী পরিচালক এবং উপ-প্রধান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম, সিজিআইএ, এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মোঃ নকীবুল ইসলাম, এসইভিপি ও ক্যামেলকো (ভারপ্রাপ্ত)।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মফিজুর রহমান খান চৌধুরী বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য। তিনি নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন যথাসময়ে সনাক্তকরণ, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন, “ব্যাংকিং খাতে আস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো কমপ্লায়েন্স। সঠিক জ্ঞান ও কার্যকর টুলসের মাধ্যমে আমাদের কর্মকর্তাদের সক্ষম করে তোলার মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক সততা ও স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। অভ্যন্তরীণ খরচকে বহুলাংশে বাড়িয়ে অতীতে সংঘটিত মানি লন্ডারিং কার্যক্রম আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এর ফলশ্রুতিতে আমাদের কমপ্লায়েন্স সংস্কৃতি এতটাই শক্তিশালী হয়েছে যে নির্দিষ্ট অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও আমি নিজে ইডিডি কল পাই—যা আমাদের দায়িত্বশীলতার স্পষ্ট প্রমাণ।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে প্রিমিয়ার ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখবে।

দিনব্যাপী এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান; মোহাম্মদ আল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার; সাদিয়া এম হান্নান, ক্যামস,ডেপুটি ক্যামেলকো (ভারপ্রাপ্ত), শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিএফআইইউ-এর রিসোর্স পারসন সাদরিল আহমেদ, অতিরিক্ত পরিচালক এবং মোঃ জয়নুল আবেদীন, যুগ্ম পরিচালক দেশীয় আইন, ট্রানজ্যাকশন মনিটরিং, কেওয়াইসি ও ইডিডি বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক রিপোর্টিং প্রক্রিয়া এবং ট্রেড-ভিত্তিক ও ক্রেডিট-সমর্থিত মানি লন্ডারিং ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ১ম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজারস কনফারেন্স

দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়ার অবিচল দৃঢ়তা তাকে আপসহীন নেতৃত্বে আসীন করেছে

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেলেন ১৫০ ঢাবি শিক্ষার্থী

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত