হোম > কর্পোরেট

তুরস্কে এশিয়ান কাপে বাংলাদেশ ইথনোস্পোর্ট দলের সাফল্য

আমার দেশ অনলাইন

তুরস্কের রাজধানী আঙ্কারায় ১৬ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত তুগুজকুমালাক ও মাঙ্গালা এশিয়ান কাপ ২০২৫-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইথনোস্পোর্টস দল। ওপেন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বাংলাদেশের খেলোয়াড় মো. রেজাউল করিম মোল্লা কৃতিত্বের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করেন।

তুরস্কে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার দক্ষ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, যার ফলে প্রতিযোগিতাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মর্যাদাপূর্ণ রূপ লাভ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক এবং সিনজান পৌরসভার মেয়র মুরাত এরাস। এছাড়াও ক্রীড়া ও প্রশাসনিক পর্যায়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্কারার ডিস্ট্রিক্ট ন্যাশনাল এডুকেশন ডিরেক্টর অ্যালিজান কিলিচ, তুরুস্কের আংকারাস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ডঃ মুহাম্মদ শাহানূর আলম, তুর্কি ট্রাডিশনাল স্পোর্টস ফেডারেশন-এর সহ-সভাপতি জেইনেপ সাফিয়ে বাকি নালসিওগলু, ওয়ার্ল্ড তুগুজকুমালাক ফেডারেশনের সহ-সভাপতি ও ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোঃ আল মামুন, ওয়ার্ল্ড তুগুজকুমালাক ফেডারেশন (কাজাখস্তান)-এর সাধারণ সম্পাদক ম্যাক্সাত শোতায়েভ, ইউনিউনিয়া ডেমোক্র্যাট তাতারা (রোমানিয়া) এর সভাপতি নাইম বেলগিন এবং তুরস্কের বেসতেমশে তুগুজকুমালাক ও মাঙ্গালা অ্যাসোসিয়েশন-এর সভাপতি জান্নান এলিজিওগ্লু। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলের অন্যান্য সদস্য ছিলেন সালাহউদ্দিন চৌধুরী এবং পদকজয়ী খেলোয়াড় মোঃ রেজাউল করিম মোল্লা। বাংলাদেশ দল মাঙ্গালা ও তুগুজকুমালাক—উভয় ইথনোস্পোর্ট ইভেন্টেই দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, মাঙ্গালা ও তুগুজকুমালাক উভয়ই প্রাচীন ও মেধাভিত্তিক ইথনোস্পোর্ট, যা কৌশলগত চিন্তাশক্তি, গণনামূলক দক্ষতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সমন্বয়কে প্রতিনিধিত্ব করে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক অর্জন বিশ্ব ইথনোস্পোর্ট অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্যের পথকে আরও বিস্তৃত করবে।

ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার

ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি

বিশ্বে টিকে থাকতে হলে জনগণকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে হবে

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

ওসমান হাদীর মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শোক

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার নিন্দা অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত ও জীবনমান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

ন্যাশনাল লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন