হোম > কর্পোরেট

৩ দিনব্যাপী ফ্রেমস অব ফ্রিডম অব বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫

আমার দেশ অনলাইন

জায়ান্ট গ্রুপ প্রেজেন্টস ফ্রেমস অব ফ্রিডম অব বিইউএফটি, পাওয়ার্ড বাই ফ্যাশন স্টেপ বাংলাদেশ এবং পুসাব ও এসঅ্যান্ডএ অ্যাসোসিয়েটস এর সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাব আয়োজিত বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৮, ২১ ও ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রদর্শনীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৬৬১ টি থেকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১৩০ টি আলোকচিত্র স্থান পায়, যার মূল উদ্দেশ্য ছিল ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সৃজনশীল স্বাধীনতা ও সমকালীন আলোকচিত্রের উৎকর্ষতা প্রদর্শন। ১২ জানুয়ারি ২০২৬ তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী, যিনি সাংস্কৃতিক প্রকাশ ও সামাজিক ভাবনার শক্তিশালী মাধ্যম হিসেবে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, শিল্পকলা একাডেমির ডিজি কবি রেজাউদ্দিন স্টালিন, বিইউএফটি'র জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, ক্লাবের উপদেষ্টা রায়েদ বরকত, পুসাব'র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া। অনুষ্ঠানে সেরা আলোকচিত্র, জুরি অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা এবং পৃষ্ঠপোষক ও অংশীদারদের সম্মাননা প্রদান করা হয়।

এর আগে ১৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো: রফিকুজ্জামান এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি জনাব ইউসুফ তুষার। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রদর্শিত আলোকচিত্রগুলোর শিল্পমান, কারিগরি দক্ষতা ও বর্ণনাশক্তির ভূয়সী প্রশংসা করেন। ২১ ডিসেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং এতে ফটোগ্রাফি অনুরাগী, শিক্ষার্থী, পেশাজীবী ও শিল্পপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য সকল অতিথি, আলোকচিত্রী, পৃষ্ঠপোষক, অংশীদার এবং দর্শনার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু হচ্ছে ২৮ জানুয়ারি

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

উত্তরা ব্যাংকের ‘বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স এ্যান্ড ফিউচার প্ল্যানিং’ অনুষ্ঠিত

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন

টেকসই উদ্ভাবনে জাবের অ্যান্ড জুবায়েরের ১৭তম ফ্যাব্রিক উইক

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

সানবিটের ডিসওয়াশ বিজ্ঞাপনে পরিমণি

ইউসিএসআই ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন