বিশ্বখ্যাত ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো–এর পণ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে নতুন সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করেছে দেশের অন্যতম উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ।
গ্রাহকদের চাহিদা আরও সহজলভ্য ও সেবাকে গতিশীল করার লক্ষ্যে রাজধানীর ঐতিহ্যবাহী আদাবর, মোহাম্মদপুর দোরগোড়ায়—শ্যামলী লিংক রোডে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ আনুষ্ঠানিকভাবে সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক নুরুল আজিম সানি, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেইল) মো. জুলহাক হোসাইন, পাশাপাশি এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড দেশের ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বাজারে বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে। গ্রী বর্তমানে দেশে এয়ারকন্ডিশনার বাজারের সিংহভাগ সরবরাহ করে শীর্ষ অবস্থানে রয়েছে। কনকা ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদার একটি বৃহৎ অংশ পূরণ করছে এবং হাইকো ব্র্যান্ড দেশের মোট ইলেক্ট্রনিক্স চাহিদার প্রায় ৮ থেকে ১০ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ অবস্থান তৈরি করেছে।
মোহাম্মদপুর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে স্থানীয় গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফার। এছাড়া প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নগদ অর্থ এবং ৩ থেকে ১৮ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধায় দেশের বিভিন্ন শোরুম, ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে এসব পণ্য ক্রয় করা যাচ্ছে।