হোম > কর্পোরেট

‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু হচ্ছে ২৮ জানুয়ারি

আমার দেশ অনলাইন

২৪ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে আগামী ২৮-৩১ জানুয়ারি ২০২৬ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় একযোগে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইনটার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।

প্রদর্শনীদ্বয়ে ২৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায়, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে, প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সিসিপিআইটি টেক্স এর সেক্রেটারি জেনারেল চেন বো এবং সিসিপিআইটি টেক্স এর ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগদান করেন।

এছাড়া, সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক এবং সেমস-বাংলাদেশ এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮-৩১ জানুয়ারি ২০২৬, চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত রাজধানী ঢাকার কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ৪ দিনব্যাপী অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক প্রদর্শনীদ্বয়, নিবন্ধন সাপেক্ষে সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-yarnandfabric.com, www.textileseries360.com ও www.cems.global ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করুন +8801711396000 নম্বরে।

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

এলজিইডির ক্রিলিকের সঙ্গে জলবায়ু বিষয়ক গবেষণায় ৫ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

৩ দিনব্যাপী ফ্রেমস অব ফ্রিডম অব বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

উত্তরা ব্যাংকের ‘বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স এ্যান্ড ফিউচার প্ল্যানিং’ অনুষ্ঠিত

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন

টেকসই উদ্ভাবনে জাবের অ্যান্ড জুবায়েরের ১৭তম ফ্যাব্রিক উইক

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

সানবিটের ডিসওয়াশ বিজ্ঞাপনে পরিমণি