হোম > আইন-আদালত

পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি করলেন হাজী সেলিম

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহবাগ থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে।

সোমবার সকালে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিদের সাথে তাকে কাঠগড়ায় তোলা হয়।

এ সময় তার হাতে পত্রিকার একটি পাতা দেখা যায়। কিছুক্ষণ পর এক পুলিশ সদস্য পত্রিকার পাতাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন হাজী সেলিম। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি।

এরপর আদালত উঠলে গ্রেফতার দেখানো শুনানি শুরু হয়। শুনানি শেষে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার দেখানো শেষে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি শুরু করেন হাজী সেলিম। পরে তিনি শান্ত হলে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তার মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল।

ভাণ্ডারিয়ার চেয়ারম্যান দম্পতির জ্ঞাত আয়বহির্ভূত অগাধ সম্পদ, দুদকের মামলা

সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

কনস্টেবল সুজনসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিশনের আপিল

হাসিনা-কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নানক–তাপসসহ ২৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপির সরোয়ারের প্রার্থিতার আপিল শুনানি ১ ফেব্রুয়ারি