আওয়ামী লীগের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি হতে পারে আজ। মঙ্গলবার আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে এটি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে গত ১৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো এ বিষয়ে শুনানি হয়ছিল। এরপর পরবর্তী শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য রেখেছিলেন আদালত। কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার এটি শুনানির কার্যতালিকায় উঠে।
আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করবেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির।