হোম > আইন-আদালত

১৪ জুলাইয়ের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শহীদ আবু সাঈদ হত্যা

ঢাবি সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে বাদীপক্ষে শুনানি করেন প্রসিকিউটর এসএম মঈনুল করিম। আদালতকে তিনি বলেন, আবু সাঈদ হত্যামামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পারব বলে আশা করছি।

এর আগে গতকাল সকালে এ মামলায় এএসআই আমির হোসেনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অন্য আসামিরা হলেন কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। এই চার আসামির মধ্যে আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে ১৮ জুন এবং শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরীকে ১৯ জুন জিজ্ঞাসাবাদ করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র শহীদ হৃদয় হত্যামামলার তদন্ত শেষ করতে আরো দুই মাস সময় চাওয়া হয়। হৃদয়ের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রসিকিউশন। পরে আদালত আগামী ১৭ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করে ।

এছাড়া ট্রাইব্যুনাল থেকে জুলাইয়ে গণহত্যায় যাত্রাবাড়ী এলাকার একটি মামলায়ও পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধেও ১৭ আগস্টের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশনা দেওয়া হয়।

ভাণ্ডারিয়ার চেয়ারম্যান দম্পতির জ্ঞাত আয়বহির্ভূত অগাধ সম্পদ, দুদকের মামলা

সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

কনস্টেবল সুজনসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিশনের আপিল

হাসিনা-কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নানক–তাপসসহ ২৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপির সরোয়ারের প্রার্থিতার আপিল শুনানি ১ ফেব্রুয়ারি