হোম > আইন-আদালত

কুখ্যাত বন্দিশালা আয়নাঘরের দেয়ালে ছিল না কোনো আয়না

জেরায় লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর

স্টাফ রিপোর্টার

ডিজিএফআইয়ের কুখ্যাত বন্দিশালা আয়নাঘরের দেয়ালে কোনো আয়না ছিল না বলে আসামিপক্ষের আইনজীবীর জেরায় উল্লেখ করেছেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জবানবন্দি শেষে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাসিনুরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

ডিজিএফআইয়ে সাবেক পরিচালক মাহবুবুর রহমান সিদ্দিকীর পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু জেরায় হাসিনুরকে প্রশ্ন করেন, আপনাকে গুম করে রাখা আয়নাঘরের দেয়ালে কোনো আয়না ছিল কি না। জবাবে তিনি জানান, কোনো আয়না ছিল না। এটি একটি ছদ্মনাম।

এরপর দুলু প্রশ্ন করেন, বিএ কত এবং কত নম্বর কোর্সের সদস্য ছিলেন। জবাবে হাসিনুর বলেন, আমার বিএ-২৬১১। আমি দশম বিএমএ লং কোর্সে কমিশনপ্রাপ্ত।

পরে আইনজীবী দুলু প্রশ্ন করেন, কোর্ট মার্শাল রায়ের পর আপনার বিএমএ নম্বর বাংলাদেশ আর্মির বিভিন্ন প্রতিষ্ঠানে সিএমএইচসহ ইত্যাদিতে সাসপেন্ড কি না। জবাবে তিনি বলেন, আমার বিএ নম্বর সংক্রান্ত নথিপত্র সেনাসদরে নেই। শুনেছি ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। কার কাছে শুনেছি মনে নেই।

আইনজীবী দুলু প্রশ্ন করেন, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার বিষয়ে কোনো নোটিশ পেয়েছেন কি না।

জবাবে তিনি বলেন, আমার বর্তমান ঠিকানায় ২০২২ সালের জুন মাস থেকে বসবাস করছি। তাই মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার বিষয়ে লিখিত কোনো সমন বা নোটিশ পাইনি। তবে মৌখিকভাবে প্রসিকিউটর উদয় তাসমির সময় ও তারিখসহ সাক্ষ্য দিতে হাজির হতে বলেছেন।

আইনজীবী দুলু প্রশ্ন করেন, আপনি প্রসিকিউশনের শেখানো মতে সাক্ষ্য দিয়েছেন। জবাবে হাসিনুর বলেন, এই কথা সত্য নয়।

পরে দুলু প্রশ্ন করেন, প্রথম দফায় আপনাকে গুমের পর কোন তারিখে অফিসার্স সেলে আটক রাখা হয়? হাসিনুর বলেন, সেই তারিখ মনে নেই। ওই সময় আমাকে ৪৩ দিন গুম রাখা হয়।

পরে দুলু প্রশ্ন করেন, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গুম থেকে মুক্তি পাওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সময়কালে ডিজিএফএ বিল্ডিংয়ে গিয়েছিলেন কি না?

জবাবে তিনি বলেন, এই সময়ে যাইনি। তবে ২৪-এর ৫ আগস্টের পর ডিজিএফআইয়ের ডিজির ভবনে একবার গিয়েছি। আয়নাঘরে একবার গিয়েছি প্রসিকিউটরের সঙ্গে। ৫ আগস্ট ডিজিএফআই এলাকায় গিয়েছি বন্দিদের উদ্ধারের জন্য।

দুলু প্রশ্ন করেন, আপনাকে যে বন্দিশালায় রাখা হয়েছিল তাকে যে আয়নাঘর নামে ডাকত, তা প্রথম তাসনিম খলিলকে আপনি বলেছেন? জবাবে তিনি বলেন, এই কথা সত্য।

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব কারাগারে

কাঠগড়ায় নীরবে কাঁদলেন সাংবাদিক আনিস আলমগীর

গোপালগঞ্জে বাসু হত্যা মামলায় ৫ জনের মৃৃত্যুদণ্ড

হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব দুদকের

চানখাঁরপুল মামলার রায়ে অসন্তোষ জানিয়ে শহীদ পরিবারের স্মারকলিপি

১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি

আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার

সামিটের চেয়ারম্যান আজিজসহ পরিবারের ১৬ সদস্যকে দুদকে তলব

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হাইকোর্টে হাজিরার নির্দেশ