হোম > আইন-আদালত

রাজউকের সাবেক চেয়ারম্যানের নামে মামলা

জ্ঞাত বহির্ভূত আয়

স্টাফ রিপোর্টার

১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ততার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, ছিদ্দিকুর রহমান সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাসদরসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।

মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দুদকের আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায়, মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান নিজ নামীয় ৩৮ ব্যাংক হিসাবে মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ লাখ ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ ২৬ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৬শ ৭৪ টাকাসহ সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি যে আয় করেছেন সেই আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দুদক জানিয়েছে, ‘দুর্নীতি ও ঘুষ’নিয়ে তিনি ওই আয় করেছেন। এছাড়াও তিনি অর্থ বা সম্পত্তির আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা চালিয়েছেন। যেটি মানিলন্ডারিংয়ের মধ্যে পড়ে। দুদক জানায়, দীর্ঘদিন অনুসন্ধান করার পর তার নামে মামলা করা হয়েছে।

এস আলমের জব্দকৃত সম্পদ তদারকিতে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পাননি আসিফ মাহমুদের সাবেক এপিএস

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, এখন রায়ের অপেক্ষা

শহীদ ওসমান হাদি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলে আরো সময় পেল সিআইডি

শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় ২৬ জানুয়ারি

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরু আজ

ট্রাইব্যুনালে এলেন শহীদ আনাসের বাবা-মা

কুমিল্লা-২ আসনে হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন