হোম > আইন-আদালত

এস আলমের ১৪শ বিঘা জমি জব্দ

স্টাফ রিপোর্টার

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে গাজীপুর সদরে অবস্থিত ৮ দশমিক ৫৮ একর, শ্রীপুরে ৪ দশমিক ৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২ দশমিক ৬৮ একর, মহেশখালীতে ১৮০ দশমিক ২৮২১ একর, কক্সবাজার সদরে ২ দশমিক ১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় অবস্থিত দশমিক ৯৬৭৫ একর জমি জব্দ করার আদেশ দেয় বিচারক।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি-বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধান একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব সম্পদ উদ্ধার করা কঠিন হবে। এজন্য সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা এসব স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে জব্দ করা আবশ্যক।

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ

তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট

প্রতারণার মামলায় বিমানের ফ্লাইট স্টুয়ার্ড গ্রেপ্তার

এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ ৪ জনের মামলা

ইনু-হানিফের অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর

লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে করতে হবে: গোলাম পরওয়ার

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

এবার তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন সম্ভব নয়: শিশির মনির

বিপুল সংখ্যক জামিন দেয়ার ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু