নৌযাত্রীদের সুবিধার্থে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদের গাছিরখাল লঞ্চঘাটে নতুন পল্টুন স্থাপিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে এই পল্টুন পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
অবহেলিত এই লঞ্চঘাটে একটি পল্টুন স্থাপনের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। বিষয়টি জানার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া গত ১৪ আগস্ট বিআইডব্লিউটিএ-র সঙ্গে যোগাযোগ করে আবেদনপত্র জমা দেন। তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাছিরখাল ঘাটে পল্টুনটি পাঠায় বিআইডব্লিউটিএ।
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, একজন আইনজীবি হিসেবে মানবতার দিক থেকে বিআইডব্লিউটিএ-এর কাছে আমি এই আবেদন করেছিলাম। পল্টুনটি স্থাপনে হলে যাতে গ্রামের লোকজন খুব সহজে নৌপথে চলাচল করতে পারবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। চরফ্যাশন ও মনপুরাবাসীদের উন্নয়নে আগামীতেও পাশে থাকব।