হোম > আইন-আদালত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করে। পরে শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

এই আপিলে পক্ষভুক্ত হওয়ার জন্য গতকাল আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আবেদন মঞ্জুর করে আদালত। আদালতে বিএনপি মহাসচিবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তারা দ্রুত এ মামলার শুনানি শেষ করতে চান।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই বিপ্লবের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করা হয় । সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ পাঁচজন একটি এবং নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেন আরেকটি রিট আবেদন করেন। শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয়। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। তবে সংশোধনীর অন্যান্য অংশ বহাল রাখেন আদালত।

পরে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের দাবিতে সুজনের সম্পাদকসহ চারজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কঠোর শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট দিল পুলিশ

ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের ৭ ডিসেম্বর

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুনঃদরপত্রের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

আলেপ উদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বিচারপতি রেজাউল হাসান বিপুল সম্পদের মালিক

আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম

সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম আইনি মারপ্যাঁচে আটকে যাবার আশংকা

বাউল শিল্পী আবুল সরকারের নামে ঢাকায় মামলা