রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলপড়ুয়া কিশোরীকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মিলন মল্লিক আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত মিলনের এ জবানবন্দি রেকর্ড করেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. মারুফুজ্জামান এ তথ্য জানান।
এদিন মিলনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক। এসময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে তার জবানবন্দি রের্কড করেন আদালত। এরপর মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২৮ বছর বয়সি মিলন মল্লিক নিহতের বাবার খাবার হোটেলের কর্মী ছিলেন। ঘটনার পর থেকে পলাতক থাকা মিলনকে রোববার রাতে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
শনিবার বিকালে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সতের বছরের এ কিশোরী রাজধানীর "রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ" এর দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সময় তার বাবা-মা ও ভাই গ্রামের বাড়ি হবিগঞ্জে ছিলেন। বড় বোন শোভা আক্তার দুপুরে ব্যায়াম করতে জিমে গিয়েছিলেন। ব্যায়াম শেষে বড় বোন শোভা ফিরে এসে বোনের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় গত শনিবার রাতেই খিলগাঁও থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা মো. সজিব।