জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে গণহত্যা
জুলাই বিপ্লবের সময় নারায়ণগঞ্জে গণহত্যার ঘটনায় মানবতারিরোধী অপরাধে শামীম ওসমান ও তার ছেলে ওয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লব ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।