হোম > আইন-আদালত

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলার আবেদন

স্টাফ রিপোর্টার

ঈদ মোবারক নামক শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশের জেরে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিবাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আগামী মাসের ৪ মে দিন ধার্য করেন।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ এবং ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবি সম্বলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটির ওই সংখ্যাটও বাদীসহ সব ধর্মপ্রাণ মুসলমানকে মর্মাহত করেছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মত একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই ছবি শুধুমাত্র বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে বলে বাদী অভিযোগ করেন।

ভাণ্ডারিয়ার চেয়ারম্যান দম্পতির জ্ঞাত আয়বহির্ভূত অগাধ সম্পদ, দুদকের মামলা

সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

কনস্টেবল সুজনসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিশনের আপিল

হাসিনা-কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নানক–তাপসসহ ২৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপির সরোয়ারের প্রার্থিতার আপিল শুনানি ১ ফেব্রুয়ারি