জুলাই বিপ্লবে চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড এবং বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। লঘুদণ্ড পাওয়া পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে আপিল করেছে প্রসিকিশন। এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
এরপর প্রেস ব্রিফিংয়ে তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হিসেবে চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল এবং বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
তামীম বলেন, আপিলে যেসব আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে, সেই কারাদণ্ডকে ইনহেন্স করে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি। শাস্তি কম দেওয়ার জন্য ট্রাইব্যুনাল যেসব অবজারভেশন দিয়েছে, কী কী কারণে শাস্তি কম দেওয়া হলো, সেই অবজারভেশনকে আমরা চ্যালেঞ্জ করে পিটিশন করেছি। যাদের কম শাস্তি প্রদান করা হয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেল থেকে বের হতে না পারে, সেজন্য আবেদন করেছি।
এর আগে অভিযুক্তদের রায় প্রদানের ক্ষেত্রে পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মো. ইমরুলকে (পলাতক) ছয় বছরের কারাদণ্ড, শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) আরশাদ হোসেনকে (হেফাজতে) চার বছরের কারাদণ্ড, কনস্টেবল সুজন হোসেন, ইমাম হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে (হেফাজতে) তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।