জুলাই আন্দোলনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া পুলিশ কর্মকর্তা এসআই সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দেন। এ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ব্যাপক সমালোচনা করেন। এমনকি তারা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে অবস্থান করেছিলেন।