হোম > আইন-আদালত

কারাগারের ভেতরই ভালো আছি: শাজাহান খান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার পতনে পর গ্রেপ্তার হওয়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাইরের চেয়ে কারাগারের ভেতরই ভালো আছি। দেশের অবস্থা কি হবে ভবিষ্যৎ-ই বলে দেবে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য শাজাহান খানকেও হাজির করা হয়। শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনে দাঁড়ান। মনোযোগ দিয়ে শোনেন শুনানি। এসময় কাঠগড়ায় অনেকের সঙ্গে কথাও বলেন তিনি। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানি শেষে তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজত খানায় নেয়া হচ্ছিল। এসময় শাজাহান খানকে হাসি খুশি মুখে যেতে দেখা যায়। নিয়ে যাবার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন কাটালেন নববর্ষ।

জবাবে শাজাহান খান হেসে বলেন, আমাদের কথা আর কতো শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো..। এর আগে আদালতে উঠানোর সময় শাজাহান খান বলেন, বাইরের চেয়ে কারাগরে ভিতরেই ভালো আছি। দেশের অবস্থা কি হবে ভবিষ্যৎ-ই বলে দেবে।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভাণ্ডারিয়ার চেয়ারম্যান দম্পতির জ্ঞাত আয়বহির্ভূত অগাধ সম্পদ, দুদকের মামলা

সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

কনস্টেবল সুজনসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিশনের আপিল

হাসিনা-কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নানক–তাপসসহ ২৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপির সরোয়ারের প্রার্থিতার আপিল শুনানি ১ ফেব্রুয়ারি