হোম > আইন-আদালত

জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল

আমার দেশ অনলাইন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ৩(২)(খ) ও ৩(৩) অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আহমেদ সোহেলকে ৫ বছরের জন্য জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

বিচারপতি আহমেদ সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি পাস করেছেন। ব্যারিস্টারি করার পর ২০০২ সালে তিনি যুক্তরাজ্যে ল ফার্মে প্রথম লিগ্যাল প্রফেশনের কাজ শুরু করেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস শুরু করেন। পরবর্তীতে তিনি বিচারপতি হওয়ার আগ পর্যন্ত সুপ্রিমে কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস করেছেন।

বিচারপতি আহমেদ সোহেলের বাবাও একজন বিচারপতি ছিলেন। তাঁর বাবা ছিলেন মরহুম বিচারপতি মোহাম্মদ আনসার আলী। বিচারপতি আহমেদ সোহেল ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

বিচারপতি আহমেদ সোহেল বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সম্প্রতি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল ও অসাংবিধানিক ঘোষণা ও পৃথক বিচারবিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশনা সংক্রান্ত একটি রায় প্রদান করেছেন তিনি। আইনবিদগণ এই রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছে। এই রায় বাস্তবায়ন হলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। বিচারপতি আহমেদ সোহেলের কোর্টই বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম পেপারলেস কোর্ট হিসেবে যাত্রা শুরু করেছে।

তিনি অসংখ্য আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা এবং কনফারেন্সে যোগদান করেছেন। তিনি যুক্তরাজ্যে হিউম্যান রাইটস, লিগ্যাল এইড, Pro Bono Legal Services ও আন্তর্জাতিক আর্বিট্রেশনে যোগদান করেন। তিনি ভুটানের রোটারি ইন্টারন্যাশনাল কনফারেন্সেও যোগদান করেছেন। তিনি রোটারি ক্লাব থেকে The Rotary Foundation District Service Award প্রাপ্ত হন।

বিচারপতি আহমেদ সোহেল রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব কর্তৃক Paul Harris Fellow হিসেবে স্বীকৃতি পান। তিনি British-Bangladesh Lawyers Association UK এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তিনি ২০০৬-২০০৭ সালের Barristers Association of Bangladesh এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। তিনি বিচার বিভাগ, সাইবার ক্রাইম, International Arbitration, পরিবেশ আইন ও আইন সমস্যা নিয়ে অসংখ্য আর্টিকেল লিখেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

৩ শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীসহ ৪ জনের আয়কর নথি সিআইডিকে দেয়ার আদেশ

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

প্রধান বিচারপতির নেতৃত্বে বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা

আবু সাঈদ হত্যা: সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সপ্তম দিনের আপিল শুনানি শুরু

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল