জুলাই গণঅভুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সচেতন নাগরিকসমাজ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান।
এ সময় তারা বলেন, আদালত প্রমাণ করবে কেউ আইনের উর্ধ্বে নয়। যদি শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। তারা বলেন, দেশের সব মানুষ এই রায়ের দিকে তাকিয়ে আছে। আমরা হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি চাই।