একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আর্ত্মসমর্পণের আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিশনের কাছে আত্মসমর্পণের আবেদন করেন তিনি।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামীম বিষয়টি নিশ্চত করে বলেন, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন প্রসিকিউশন হাতে পেয়েছে। আজ সকালে সশরীরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে সশরীরে হাজির হন মাওলানা আজাদ।তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিন সদস্যের পূর্ণাঙ্গ ব্যঞ্চ উপস্থিত না থাকায় তিনি আত্মসমর্পণ করতে পারেননি। আজ ট্রাইব্যুনান-২ এর দুইজন সদস্য উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের রায়ে বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করতে আত্মসমর্পণের কপি প্রদান করতে হবে।
২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়।
এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে তার বিরুদ্ধে ৮টি অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছে।