হোম > আইন-আদালত

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

ট্রাইব্যুনালে হাসিনার আইনজীবী

স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন। এ ছাড়া তার জবানবন্দি রেকর্ড করার পদ্ধতিটি সঠিক ছিল না বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

বুধবার (২২ অক্টোবর) তৃতীয় দিনের যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী।

এদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক তুলে ধরেন।

আইনজীবী আমির হোসেন বলেন, ‘মামলার সাক্ষী মাহমুদ সাহেবের বক্তৃতা নিয়ে আমার যুক্তি হচ্ছে—উনি ভিন্ন মতাবলম্বী একজন ব্যক্তি। তিনি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করা একজন ব্যক্তি। শেখ হাসিনার শাসন— সব কিছুই তার ভালো লাগে না।’

তিনি বলেন, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’—এ রকম একজন লোক। শেখ হাসিনাকে দেখতে পারেন না, অতএব তার যা কিছু আছে—তার চোখ বাঁকা, নাক বাঁকা, তার হাত বাঁকা, সব কিছুই ওনার কাছে এ রকম মনে হয়েছে। সেটা থেকেই তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন। ওনার ইতিহাস টেনে এনেছেন, কবে কী করেছেন বঙ্গবন্ধু, রক্ষীবাহিনী কী করেছে, এই যে ইতিহাসগুলো—ইতিপূর্বে এর প্রত্যেকটার জবাব আমি দিয়েছি। ইতিপূর্বে আর্গুমেন্ট করেছি, সেখানে ওনার যে বক্তব্যগুলো এসেছে।

তত্ত্বাবধায়ক ইস্যু শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো আপিল শুনানি হবে না

রায়ে তত্ত্বাবধায়ক ফিরলেও আসন্ন নির্বাচনের আগে কি গঠন সম্ভব

শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ক্যাসিনো সেলিম

তৃতীয় দফায় রিমান্ডে মার্কিন নাগরিক এনায়েত করিম

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল: আসামিপক্ষের আইনজীবী

অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাব-জেল নয়

লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড