হোম > আইন-আদালত

গুমের দুই মামলায় হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারণ

১৮ ও ২১ ডিসেম্বর অভিযোগ গঠনের আদেশ

স্টাফ রিপোর্টার

আয়না ঘরে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে আগামী ২১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

রোবাবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

টিএফআই সেলের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানান। পরে তাদের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।

এদিকে জেআইসি সেল বা আয়নাঘরে গুমের মালমায় অভিযোগ গঠনের জন্য আজ রোববার ধার্য দিন ছিল। আদালত তারিখ পরিবর্তন করে ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছে।

অপরদিকে জেআইসি সেল বা আয়নাঘরে গুমের মালমায় অভিযোগ গঠনের জন্য আজ ধার্য দিন ছিল। আদালত তারিখ পরিবর্তন করে ১৮ ডিসেম্বর নির্ধারণ করে।

এই জেআইসি বা আয়নাঘরে গুমের মামলায় মোট ১৩ জন আসামির মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী গ্রেপ্তার রয়েছেন।

এছাড়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক; ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক পলাতক রয়েছেন।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার রয়েছেন ১০ জন। তারা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কেএম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।

হাদিকে গুলি: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা

হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

ঢাবি ছাত্রলীগ নেতা সৈকতকে কারাগারে প্রেরণ

জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ফেব্রুয়ারি

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ

জুলাই গণহত্যাকারী মেজর সুমন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার

সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

গুম ও হত্যা মামলায় ১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার হাজিরা আজ