সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামীয় ৫টি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা নগদস্থিতি থাকার তথ্যাদি মিলেছে। কিবরিয়া মজুমদার বর্তমানে জেল হাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ টাকা উত্তোলন করে গোপন পাচার করতে পারেন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।