একাত্তরের মানবতাবিরোধী অপরাধ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। কিন্তু তার শুনানি হয়নি ok ১১ বছরেও। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তখন।