হোম > আইন-আদালত

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই মুক্তি বায়রার ফখরুলের

স্টাফ রিপোর্টার

মানবপাচার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পর তাকে বনানী থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীকালে আইনজীবীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, বায়রার সাবেক নেতা ফখরুল ইসলাম এবং তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।

আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন এই মামলাটি করেছেন, যেখানে প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার বলেন, গ্রেপ্তারের পর ফখরুল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে দুই দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার শর্তে একজন আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।

হাইকোর্টে স্থায়ী হলেন যে ২২ বিচারপতি

আজহারীর বই নকল, ডিবিকে তদন্তে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ

সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে

আরো ৩ হত্যা মামলাসহ চার মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন ১৭ নভেম্বর

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন থাকবে

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: ১২ জনের জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ