হোম > আইন-আদালত

আয়কর ফাঁকির অভিযোগ থেকে খালাস পেলেন বিএনপি নেতা দুলু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

১৮ বছর আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় বিএনপি নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। দুলুর আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বিএনপি নেতা দুলুকে এ মামলা থেকে খালাস দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন তিনি।

চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুমিল্লা-১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহালের রায় স্থগিত

মোসাব্বির হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার

ট্রাইব্যুনালে প্রথম জুলাই হত্যা মামলার আসামির জামিন

বিএনপি প্রার্থী কাজী রফিকুলের নির্বাচনে বাধা নেই

সাবেক মেয়র খায়রুজ্জামানের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আসামিপক্ষ আশায় আছে, নির্বাচন হলে আর বিচার হবে না

জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না

চার্জশিটে আপত্তি থাকলে জাবেরকে আদালতে হাজিরের নির্দেশ

জিয়াউলের বিরুদ্ধে যা বললেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম