হোম > আইন-আদালত

জানা গেল, কাল কখন হাসিনার মামলার রায় পড়া শুরু

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণায় ট্রাইব্যুনাল বসবে সোমবার সকাল ১১টায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে কোন অপচেস্টাই রায় বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায়ই প্রত্যাশা করছি’।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে কেউ বাংলাদেশে যত শক্তিশালীই হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তবে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে। তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দীর্ঘ একটি যাত্রা শেষ করে এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি।

আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনো জায়গায় প্রভাব পড়বে না। সবকিছু স্মুথলি (ভালোভাবে) হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

অন্যদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা দেখেনি। একইসঙ্গে আসামিরা খালাস পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। বিচারপ্রক্রিয়ায় আমার দেখামতে কোনো অস্বচ্ছতা আমি দেখিনি।

প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় গত ২৩ অক্টোবর। এরপর হতেই রায়ের জন্য প্রস্তুতি নেয়া শুরু হয়।

মামুন হত্যা: দুই শুটারসহ ৪ আসামি রিমান্ড

যে সাক্ষ্যে বেরিয়ে আসে হাসিনার অন্দরের অজানা সবকিছু

মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ৫ অভিযোগে বিচারের মুখোমুখি

টিপু মুনশি, শাহরিয়ার-এনামুলসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

সাজার ক্ষেত্রে নারী হিসেবে অনুকম্পা পাবেন না হাসিনা

রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় সম্প্রচার হবে হাসিনার রায়

রায়ের পর হাসিনার বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাসিনার রায় কাল, সরাসরি দেখবে বিশ্ব