হোম > আইন-আদালত

দুই সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন গ্রেপ্তার আসামিদের আইনজীবী মাসুদ সালাউদ্দিন পরবর্তী শুনানিতে আসামিদের ভার্চুয়াল হাজির হওয়ার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল কী গ্রাউন্ডে ভার্চুয়ালি হাজির হতে চায় এ বিষয় জানতে চান। আইনজীবী আগামি ধার্য দিনে এ বিষয়ে শুনানির আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। এছাড়া পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ঠিক করা হয়। এরপর গত ২৬ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এ মামলায় পলাতক দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। এদিন পলাতক আসামিদের পক্ষে মামলার বিচার কাজ পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়।

সাবেক মেয়র তাপস ও তার সন্তানদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর

এসএ গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সালমান এফ রহমানের ৫৪ কোটি টাকা অবরুদ্ধ, ৩৬ বিঘা জমি জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

নাসার নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার

ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে

হাইকোর্টে ঢাবি শিক্ষক কার্জনের জামিন