হোম > আইন-আদালত

এমপিপুত্র রাজিবসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ময়মনসিংহে তিন হত্যা

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ছয়জনের বিরুদ্ধে ২৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে নতুন দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এর আগে গত ২৭ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একমাস সময় দেওয়া হয়। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল।

এই মামলায় রাজিবসহ ছয় আসামিই গ্রেপ্তার রয়েছেন। অপর আসামিরা হলেন গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম, এএসআই দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ ও আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ। আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের সময় গত বছরের ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের শহীদ হন। আহত হন অসংখ্য ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখায় আমার দেশ বন্ধ করতে ফেসবুকে মিথ্যাচার

আত্নসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

তারেক রহমানকে কটূক্তি : আটক সেই শিক্ষকের জামিন

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক

সিএমএম আদালতে মাহমুদুর রহমান

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতির শপথগ্রহণ আজ

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

রোববার শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি