হোম > আইন-আদালত

প্রধান বিচারপতির শপথগ্রহণ আজ

স্টাফ রিপোর্টার

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।

২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেছেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক

সিএমএম আদালতে মাহমুদুর রহমান

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

রোববার শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি

অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

শহীদ ওসমান হাদিকে বহনকারী রিকশাচালকের জবানবন্দি

‘এই মাটির সন্তানরা মুক্ত স্বদেশে ফিরছেন এটাই জুলাইয়ের অর্জন’

চালু হচ্ছে বহু প্রতীক্ষিত বাণিজ্যিক আদালত, প্রস্তুতি সম্পন্ন

হাদি হত্যা: ফয়সালকে আত্মগোপনে সহায়তাকারী আমিনুল রিমান্ডে