উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের বাছবিচার ছাড়া জামিনের ঘটনায় প্রধান বিচারপতির নিকট উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, “ভারতে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় তার দলের অনুসারীরা যদি জামিন পায়, তবে তা জামিনের কোনো নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তবে সেই খুনের দায়দায়িত্ব উনার ওপর পড়ে কি না—সেটা ওনাদের বিবেচনা করা উচিত।”
আসিফ নজরুল আরও বলেন, “আমি আজকে দুঃখিত—আমি এভাবে বলছি, কিন্তু এভাবে বলা ছাড়া উপায় নেই। কারণ পরিস্থিতি এমন একটা দিকে গিয়েছে যে, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আমাদের যেকোনো পর্যায় পর্যন্ত যাকে যা বলার, তা বলতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের যে নতুন প্রধান বিচারপতি থাকবেন, ওনার সঙ্গে প্রথম মিটিংয়ে আমি এই ব্যাপারে বলবো। যেসব ক্ষেত্রে আইনগতভাবে জামিন প্রাপ্য অধিকার, সেখানে বিচারকরা অবশ্যই জামিন দেবেন। কিন্তু যে অপরাধী বা যে ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে বা আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে, সে জামিন পেতে পারে না। আমরা এই ব্যাপারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।”