জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করে। এর আগে গত ৪ ডিসেম্বর এই মামলার দুই আসামি জয়-পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জুনায়েদ আহমেদ পলক অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আদালতে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।