হোম > আইন-আদালত

সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার মেয়ে বুশরা আফরীন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক মো. সাইফুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও পরিবারে বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয় করে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে।

অনুসন্ধানে জানা যায় গেছে, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট আতিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

প্রথম আলোতে হামলা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

হাসিনা, টিউলিপ ও আজমিনার বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি ১৩ জানুয়ারি

ছাত্রলীগের দুই সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউলের আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

বয়স ‘চুরি’ ও ভুয়া সনদ বিপিসি কর্মকর্তার, তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ