বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞেসাবাদের জন্য ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এছাড়াও এদিন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সাবেক এমপি সোলেমান সেলিম এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
এর আগে সকালে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক। এ সময় রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। অন্যদিকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। উভয়পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলায় অভিযোগ, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলকারীদের ওপর হামলা করে ও গুলি চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম। হাসপাতালে চিকিৎসা শেষে গত বছর ২৮ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন তিনি।