হোম > আইন-আদালত

ফেনীতে হত্যা মামলায় পিতা-পুত্রের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবু বকর সিদ্দিক নামে এক ব্যাক্তিকে হত্যা মামলায় নিহতের ভাই ও ভাতিজাকে আমৃত্যু কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ জুলাই জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের মাস্টার বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবু বকর সিদ্দিক প্রকাশ কালা মিয়াকে নিজ বসতঘরে ঢুকে হত্যা করেন তার ভাই মো. আবুল বশর ও ভাতিজা শরিফুল ইসলাম।

এর পরদিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মো. আবুল বশর, তার স্ত্রী মোমেনা বেগম ও ছেলে শরিফুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল বশর ও শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ১৯ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে এবং ২৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু করেন। এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও বাদীসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

রায় ঘোষণার সময় নিহতের ভাই আসামি মো. আবুল বশর আদালতে উপস্থিত ছিলেন। পলাতক থাকায় শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সাইফুল্লাহ রাসেল। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন খান।

পিপি বলেন, এ হত্যা মামলায় দুই আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। আসামি শরিফুল ইসলাম গ্রেপ্তার হলে সেদিন থেকেই তার সাজা কার্যকর হবে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২০ অক্টোবর। এরপর আদালত ২৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। তবে রায় লেখা শেষ না হওয়ায় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।

এছাড়া ফেনীতে এটিই প্রথম আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের রায় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৭ ‘মাদক কারবারীর’ বিরুদ্ধে চার্জশিট

১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা পদে নিয়োগে হাইকোর্টের রায়

হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ

শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলা, তদন্ত কর্মকর্তার জেরা

অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়

পরিবারসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব ফ্রিজ

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে

পরিবারসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরের বিচার শুরু