হোম > শিক্ষা

ছাত্রশিবিরকে জড়িয়ে সাদা দলের মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল কর্তৃক প্রকাশিত বিবৃতিতে ' শিক্ষার্থীদের শিবিরের গুপ্তকর্মী' বলে শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা এবং শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় ছাত্রশিবিরের সম্পৃক্ততার ইঙ্গিত প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সুপরিকল্পিত নাটকীয়তা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশিত হওয়া সত্ত্বেও সাদা দল পরিকল্পিতভাবে প্রকৃত অপরাধীদের আড়াল করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ উত্থাপন করেছে।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা। জাতি শিক্ষকদের কাছ থেকে সত্যনিষ্ঠ ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করে। কিন্তু ক্ষুদ্র ব্যক্তিগত ও দলীয় স্বার্থে সেই পেশাকে কলঙ্কিত করতে কিছু লেজুড়বৃত্তি সংগঠন নগ্ন মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, সাদা দলের বিবৃতিতে ‘গুপ্ত শিবির’ শব্দ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের অসম্মানমূলক বক্তব্য প্রত্যাখ্যান করছি।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমরা অবিলম্বে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার এবং লেজুড়বৃত্তি মনোভাব পরিহার করে সুস্থধারার রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি।

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিটকারী ভিপিপ্রার্থী মমিনুরকে শাবিতে অবাঞ্চিত ঘোষণা