হোম > শিক্ষা

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ২৫১ সদস্যের কমিটি গঠন

সাঈদ আহবায়ক ও সাইফুল সচিব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে আবু সাঈদ মোল্লাকে আহবায়ক এবং সাইফুল ইসলাম সদস্য সচিব করে ২৫১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন - কে এম মাহমুদুল হাসান, আলী আতিকুর রহমান, শওকত হোসেন, হারুন অর রশীদ, হাসান সরদার, মাসুদুর রহমান, এ রাজ্জাক, সোহেল রানা, আশরাফ চৌধুরী, মনোয়ার হোসেন, সালাউদ্দিন কাওসার।

যুগ্ম সদস্য সচিব হয়েছেন নূরমহল বেগম, রিজভি হোসেন খান, নূরজাহান বেগম, হারুনুর রশীদ, ফারজানা জাহান, আতিকুর রহমান, আ. রাজ্জাক, শাহজাহান আলী, এখলাছ উদ্দিন ও কামরুল হাসান। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছেন ২২৮জন।

গত শুক্রবার আহবায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদের আদর্শ, ইসলামী ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে সর্বাধিক গ্রহণযোগ্য এই কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি অস্তিত্ব সংকটে পড়ায় তৎকালীন বিভিন্ন উপ-গ্রুপের মতৈক্যের মাধ্যমে ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠিত হয়। যদিও যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অনেক সমন্বয়ক নিজ নিজ আহবায়ক কমিটিগুলো বিলুপ্ত করার অঙ্গীকারাবদ্ধ থাকার পরেও অদ্যাবধি আহবায়ক কমিটি গুলো বিলুপ্ত হয়নি। পক্ষান্তরে আরো নতুন করে একাধিক কমিটি আত্মপ্রকাশ করেছে।

এমতাবস্থায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সাধারণ শিক্ষকগণ নিজেদের মতামত ও পরামর্শ উপস্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির তাগিদ উপলব্ধি করেন। একই সাথে সরকারি মাধ্যমিক সাধারণ শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে গঠিত এই আহবায়ক কমিটি মনে করে, সব প্রস্তাব ও দাবির সাথে সম্পর্কিত সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধ থাকতে অঙ্গীকারাবদ্ধ। সেইসাথে অন্যান্য বিভিন্ন নামের কমিটিগুলো একই পথে হাটবে বলে প্রত্যাশা করেন তারা। এক্ষেত্রে কেন্দ্রীয় সমন্বয় কমিটি সকল কমিটি/ গ্রুপ গুলোর সাথে সময়ন্বয় করে চলমান কর্মসূচির মাধ্যমে প্রধান দাবি দাওয়া আদায় করে মাধ্যমিক শিক্ষার উৎকর্ষ সাধন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

২৫১ সদস্যের কমিটির তালিকায় রয়েছেন যারা

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

সরকারি প্রাথমিকে ফিডিং কর্মসূচির উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা

‘চেয়ার মানুষকে বড় করে না, মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়’

রাবিতে ৪০ বছর পর নবীনদের বরণ করে নিলো ছাত্রশিবির

জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

ড্যাফোডিলে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্তারা

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি যশোর জেলা সমিতি

বুয়েটে দুইদিনের বিজ্ঞান উৎসবে নানান প্রদর্শনী