হোম > শিক্ষা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনের ধারাবাহিকতায় আজ আবারো উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শুক্রবার সকাল থেকেই কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয় ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক স্বৈরাচারী কায়দায় কলেজ পরিচালনা করছেন এবং তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী প্রশাসনে নানা অনিয়ম ও পক্ষপাতিত্বে জড়িত। তারা দাবি করেন, আহত শিক্ষার্থীদের ঘটনায় যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম, পরীক্ষা এবং ফি প্রদানসহ সব কার্যক্রম বর্জন থাকবে।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করলেও কলেজ প্রশাসন মূল ফটক বন্ধ করে দিয়ে তাদের প্রবেশাধিকার হরণ করছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

কলেজ ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

গত ৮ জুলাই কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী—মেহেদী হাসান তানিম ও অপু আহত হন। এরপর থেকেই আন্দোলন শুরু হয় এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসন একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করলেও আন্দোলন দমন করা সম্ভব হয়নি। তবে এসব ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্রসচিবদের প্রতি একগুচ্ছ নির্দেশনা

মোবাইল আসক্তি দূর করতে তরুণদের ইতিবাচক কাজ করতে হবে

ঢাবিতে একটি আসনের জন্য লড়েছেন ৩৯ জন