হোম > শিক্ষা

মন্ত্রীপাড়ার চাপে মাহিন সরকারকে প্যানেল থেকে সরানো হয়েছে

জামালুদ্দীন খালিদ

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করায় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকারকে প্যানেল থেকে সরানো হয়েছে।

এ সময় জামালুদ্দীন বলেন, মাহিন প্যানেলে আসার আগেও দল থেকে প্রেশার দেওয়া হয়েছিল এবং বহিষ্কারের হুমকি দেওয়া হয়। পরে বহিষ্কারও করা হয়। এছাড়া এলাকায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সম্ভবত সেই চাপ মাহিন সরকার নিতে পারেননি।

তিনি আরও বলেন, শুধু মাহিন সরকার নয়, আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের পার্সোনাল তথ্য অনলাইনে প্রকাশের হুমকিও দেওয়া হচ্ছে। এ সব ষড়যন্ত্র দূর থেকে পরিচালিত হচ্ছে। তবে এতে আমাদের মনোবল ভাঙেনি। আমরা মাঠ ছাড়ব না এবং আমাদের সব কার্যক্রম চলমান থাকবে।

জামালুদ্দীন দাবি করেন, শিক্ষার্থীদের মধ্যে তাদের সমর্থন দেখে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, মাহিন সরকারকে নিয়ে জুলাই শক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্যানেলের অনেকেই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে। তাই এটি কোনো একক ব্যক্তির কাজ নয়।

প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ফাতেহা শারমিন এ্যানি বলেন, একক ব্যক্তির কারণে আমরা ভেঙে পড়ব না। লেজুড়বৃত্তির ভয় দেখানো হলেও আমরা মাঠ থেকে লড়াই চালিয়ে যাব। দলীয় লেজুড়বৃত্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলমান।

হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে ধরে থানায় দিতে হবে

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ইআবির অধীনে সারাদেশে ফাজিল পরীক্ষা শুরু

শিক্ষাব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত: ডাকসুর এজিএস মহিউদ্দিন

সাত কলেজে বন্ধ করে পরীক্ষামূলক কোর্স পরিচালনা ঠিক নয়

রাবি ক্যাম্পাসে বসেছে বিচারপতিদের মিলনমেলা

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই হবে উন্নয়নের চাবিকাঠি

২৪ বছরেও পবিপ্রবিতে হয়নি ছাত্র সংসদ নির্বাচন

ফাজিল পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছেন সোয়া লাখ শিক্ষার্থী

ঝুলে থাকা মাধ্যমিকের সাড়ে ১২ কোটি পাঠ্যবইয়ের ক্রয়প্রস্তাব অনুমোদন