হোম > শিক্ষা

ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের অ্যাকশন

সচিবালয় অভিমুখে

স্টাফ রিপোর্টার

সরকার ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠি চার্জের আঘাতে আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বুধবার দুপুরে ২টা ১০ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে ৭টি সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব আমার দেশকে বলেন, ঠিক কতজন আহত হয়েছেন এখনও বলা যাচ্ছে না। নেতৃবৃন্দরা জানিয়েছেন অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিছুক্ষণ পর আহতদের তালিকা পাবো।

মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবিগুলো হলো: অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে; শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে; স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ১০ লাখ শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ

ঢাবি অনুষ্ঠানে ফ্যাসিবাদী শিক্ষক, ডাকসু-ছাত্র নেতাদের ওয়াক-আউট

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা

শিক্ষক নিয়োগে নতুন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থ সংকটের অভিযোগ উপাচার্য আমানুল্লাহর

পরিকল্পিত হামলার শিকার ড্যাফোডিলের শিক্ষার্থীরা, জিম্মির অভিযোগ

ক্ষমা চাইলেন রাবি শিক্ষক, বিচার দাবি শিক্ষার্থীদের

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসছে

বাকসু ভবনে ভাতের হোটেলের ব্যানার