হোম > শিক্ষা

ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী, জিএস-এজিএসে শিবির

জকসু নির্বাচন ২০ কেন্দ্রের ফল

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে ব্যালট বাক্স পাহারায় নিরাপত্তাবাহিনী। ছবি: আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২৩১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট।

এদিকে, জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২৪৮৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১০৮৭ ভোট।

এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ২০৮৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৯২৭ ভোট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জকসুর নির্বাচনে ৩৯ টির মধ্যে ৩৮ টি কেন্দ্রীয় সংসদ ও ১ টি হল সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ইউট্যাবের

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সরকারের নতুন পদক্ষেপ

জকসুতে ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীর জয়

জকসুতে যে ৫ পদে হারল শিবির

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

আমার দেশকে যা বললেন জকসুর নতুন জিএস